সোনারগাঁয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে নানা কর্মসূচি

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে নানা কর্মসূচি

সোনারগাঁ জার্নাল

 

সারাদেশের ন্যায় সোনারগাঁয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। দিনের শুরুতে ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি সুচনা করা হয়।

 

সকালে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে উপজেলা আওয়ামীলীগ।

 

অপরদিকে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে আলোচনা সভা করেছে ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেস ক্লাব। সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা সাইফুল আলম রিপন, সাবেক আহবায়ক মাসুদ শায়ান, সহ-সভাপতি ফজলে রাব্বি সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

 

আলোচনায় আরো অংশ নেন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নেকবর হোসেন নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, স্থায়ী সদস্য মোকাররম মোল্লা মামুন, কাজী সেলিম রেজা, গিয়াস কামাল, সোনারগাঁও সাহিত্য নিকতনের অর্থ সম্পাদক সেলিম আহম্মেদ প্রধান প্রমুখ। এসময় সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 SOFT-MACK
Design & Developed BY SOFT-MACK