সোনারগাঁ জার্নাল
মাঘ মাসের শেষ প্রান্তে হালকা শীতের পরশে ১০ ফেব্রুয়ারী শুক্রবার সকালে সোনারগাঁয়ের পানাম নগরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। হট কেক পানাম এর সৌজন্যে এইড ফর মেন সোনারগাঁ শাখা এ পিঠা উৎসব ও আলোচনা সভার আয়োজন করে।
এইড ফর মেন সোনারগাঁ শাখার দপ্তর সম্পাদক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী ও আওয়ামীলীগ নেতা ছগির আহম্মেদ। প্রধান আলোচক ছিলেন এইড ফর মেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম।
এসময় সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, নির্বাহী সদস্য মোঃ মনির হোসেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসায়টির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, সোনারগাঁ জি,আর স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবেদ হোসেন, এইড ফর মেন সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক ডাঃ কে মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক অপু সারওয়ার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশে নারী কর্তৃক পুরুষ নির্য়াতনের বিরুদ্ধে আইন প্রনোয়ন ও বাস্তবায়নের দাবী জানায়।
Leave a Reply