সোনারগাঁ জার্নাল:
মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৬৬ বছর পূর্ণ হল আজ।সারা দেশের ন্যায় সকল ভাষা শহীদদের স্মরণে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার ২১(ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁও প্রেস ক্লাব। পরে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ফজলে রাব্বি সোহেল, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য মাসুদ শায়ান, সদস্য হারুন অর রশিদ, সদস্য মোঃ মাহবুব আলম, সদস্য মোকাররম মোল্লা মামুন, সদস্য কাজী সেলিম রেজা, সদস্য গিয়াস কামাল, উদীচি শিল্পী গেীষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সহ সোনারগাঁও প্রেস ক্লাবের নতুন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply