আমান গ্রুপের শব্দ দূষণ, বায়ু দুষণ, ভুকম্পন সৃষ্টির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আমান গ্রুপের শব্দ দূষণ, বায়ু দুষণ, ভুকম্পন সৃষ্টির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সোনারগাঁ জার্নাল:

আমান গ্রুপের শব্দ দূষণ, বায়ু দুষণ, ভুকম্পন সৃষ্টির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার দুপুরে বৈদ্যের বাজার ইউনিয়নের আমান ইকোনোমিক জোনের মেইন গেইটে কয়েক গ্রামের কয়েক’শ নারী পুরুষ হাতে ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে মিছিল নিয়ে আমান গেইটে উপস্থিত হয়। এমন সময় বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার এসে আন্দোলন কারীদের আশ্বাস প্রদান করেন তাদের দাবি কোম্পানির লোকদের সাথে কথা বলে সমস্যা সমাধান করা হবে। তারপরও এলাকাবাসী মিছিল ও আন্দোলন চালিয়ে যায়। মানববন্ধন কর্মসুচি পালন করেন কয়েকশ নারী পুরুষ।

এলাকাবাসীর দাবি আমান কোম্পানির শব্দ দূষণ, বায়ু দুষণ, ভুকম্পন সৃষ্টির বিরুদ্ধে আন্দোলন করতে চাই। আমাদের সন্তানরা দিন দিন অসুস্থ হয়ে পরছে। তারা লেখাপড়া করতে পারছে না। ভুকম্পনের ফলে বাড়ির দেয়াল ফেটে ভেঙ্গে যাচ্ছে আমাদের বাড়ি ঘরে থাকা দায় হয়ে পরেছে। রাতে শান্তিতে ঘুমাতে পারছি না। আমরা এখন কোথায় যাব। আন্দোলন ছাড়া কোন উপায় নাই। খালি হাতে ঘরে ফিরব না। অধিকার আদায় করে ঘরে ফিরব। আন্দোলনকারী এক নারী সদস্য এসব কথা বলেন। আন্দোলনকারীদের মধ্যে ছিলেন মোবারকপুর, মামরকপুর, নগর জোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদের গাঁও, সোনাময়ী, খংসারদী গ্রামের এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসীর একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, আমরা সাধারণ জনগন এলাকায় খুব অশান্তিতে আছি। এখানে কিছু দালাল ও প্রভাবশালীদের কারনে আমরা কষ্টে আছি। দালালরা কোম্পানির কাছ থেকে মাসিক মাসোহা নিয়ে কোম্পানির পক্ষে কাজ করে। প্রভাবশালীরা মামলা হামলার ভয় দেখিয়ে আমাদের দাবিয়ে রাখে।

অন্য একজন বলেন চেয়ারম্যান মেম্বারের কাছে আমরা একাধিকবার দিয়েও কোন ফলাফল পাইনি। তাই আজ আন্দোলনে নেমেছি। আমরা কোন রাজনীতি বা কোন ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করছি না। কোম্পানির আওয়াজ ও শব্দ দুষণ বন্ধ চাই।

 

বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বাবু বলেন, আমি এই ওয়ার্ডের সদস্য আমার এলাাকার জনগনের কোন সম্যস্যা হলে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে কোম্পানির সাথে বসে সমস্যা সমাধানের চেষ্টা করবো। কিন্তু বিএনপির নেতা মৃত: গাজী আবু তালেবের ছেলে গাজী আওলাদ এলাকাবাসীদের নানা ভাবে ভুল বুঝিয়ে কোম্পানির বিরুদ্ধে ক্ষেপিয়ে দিতে চাচ্ছে। কোম্পনির লোকজন গ্রাম বাসীর বিরুদ্ধে মামলা দিবে আর আওলাদ সে সুযোগ নিয়ে কোম্পানির কাছ থেকে সুবিধা আদায় করতে চায়। তার বাপ গাজী আবু তালেবও এসব কাজ করতো এলাকাবাসীদের দিয়ে।

 

বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার বলেন, আমি পরিষদে বসে ছিলাম জানতে পারলাম, এখানে মানববন্ধন হচ্ছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আমি এলাকাবাসীর পক্ষ নিয়ে আশ্বাস দিলাম সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 SOFT-MACK
Design & Developed BY SOFT-MACK