সোনারগাঁয়ে ১৫ দিন ধরে জমি রেজেস্ট্রি বন্ধ

সোনারগাঁয়ে ১৫ দিন ধরে জমি রেজেস্ট্রি বন্ধ

সোনারগাঁ জার্নাল:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫দিন ধরে জমি রেজিস্ট্রি বন্ধ রয়েছে। এর কারণে ভোগান্তিতে পরেছেন জমি রেজিস্ট্রি করতে আসা জমি দাতা গ্রহিতারা। সাব-রেজিস্ট্রার আ.ন.ম বজলুর রশিদ মন্ডল এর বদলি হওয়ার পর নতুন কাউকে দায়িত্ব না দেয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় একাধিক দলিল লিখক।

 

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় প্রতিদিন গড়ে দেড় থেকে দুইশত দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। গত ১৫দিন ধরে দলিল রেজিস্ট্রির কাজ বন্ধ থাকায় জমির দাতা ও গ্রহিতারা পড়েছেন বিপাকে। অন্যদিকে সরকারও বিপুল অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছে।

 

সোনারগাঁ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকার বলেন, ১৭ নভেম্বর তৎকালীন সাব-রেজিস্টার বদলি হওয়ার পর এ অফিসে কাউকে দায়িত্ব¡ দেয়া হয়নি। ফলে দলিল তৈরি বর্তমানে বন্ধ আছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জমি বিক্রেতা জানান, পারিবারিক প্রয়োজনে খরচ মেটাতে জমি বিক্রী করতে এসে সাব-রেজিস্টার না থাকায় বিক্রি করা সম্ভব হয়নি। অর্থ সংকটে তিনি ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান।

 

এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো: জামিলুর রহমান বলেন, বদলি জনিত কারনে পদটি শূন্য। এ পদে পদায়নের বিষয়টি ভূমি মন্ত্রনালয় দেখভাল করেন। যত দ্রæত সম্ভব শূন্য পদে কাউকে পদায়ন করার জন্য চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 SOFT-MACK
Design & Developed BY SOFT-MACK