সোনারগাঁ জার্নাল :
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান।
তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শিপ্লু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শাহনাজ পারভীন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সহ-সভাপতি মিজানুর রহমান মামুন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, সাংবাদিক আল আমীন তুষার, আনোয়ার হোসেন, সোনারগাঁ টাইগার ক্লাবের সভাপতি নুরে আলম, সাবেক সমবায় কর্মকর্তা বাহাউদ্দিন, শিক্ষানুরাগী রমজান মিয়া প্রমূূখ।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান ছাড়াও সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।
Leave a Reply