সোনারগাঁ জার্নাল
বৈশাখী টিভির সাবেক কূটনৈতিক প্রতিবেদক ও নিউজ২৪বিডি ডটনেটের নির্বাহী সম্পাদক মাসুদ শায়ানের মা আরজুদা আক্তার খানম (৮০) বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোনারগাঁও প্রেসক্লাবের সিনিয়র এ সদস্যের মা চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
সাংবাদিক মাসুদ শায়ানের মায়ের মৃত্যুতে সোনারগাঁওয়ের এমপি লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন তুষারসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বুধবার রাত সাড়ে ৯ টায় জানাজা শেষে ভবনাথপুর কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
Leave a Reply