সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী

সোনারগাঁ জার্নাল

সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে থানা পুলিশ ৩৬ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে।
(১৮ ডিসেম্বর) রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে গাড়ির চালকের সামনে বার্নারের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা রিলাক্স কিং পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসে তল্লাসী করে চালকের সামনের বার্নারের ভেতর থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত গাড়ির চালক, হেলপার ও সুপার ভাইজারকে গ্রেফতার করা হয়েছে।

 

এছাড়া ইয়াবা বহনকারী গাড়িটি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক পাচার করছিল। তাদের সাথে জড়িত অন্য চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

গ্রেফতারকৃতরা হল-জামালপুর জেলার বকসিগঞ্জ থানার মিয়াপাড়া গ্রামের মৃত আলমাছের ছেলে মামুন (৫২), একই জেলা ও থানার জাগিরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুল আউয়াল সিদ্দিক (৩০) এবং নরসিংদী জেলার শিবপুর থানার ঘাগোটিয়া গ্রামের জুবায়িদ মিয়া (২৭)।

 

সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানান, আটককৃত ইয়াবার আনুমানিক মূল‍্য এক কোটি আট লাখ টাকার মতো হবে। এরকম মাদক উদ্ধারের অভিযান অব‍্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।

 

অফিসার ইনচার্জ মাহাবুব আলম আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সারে দশটায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন স্যার এর নেতৃত্বে আমি এবং ওসি তদন্ত আহসান উল্লাহসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেক পোস্টে অভিযান চালিয়ে রিলাক্স পরিবহনের বার্নারের ভেতর থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করি এসময় ৩ মাদক কারবারিকে আটক ও মাদক কাজে ব্যবহৃত রিলাক্স পরিবহনটি জব্দ করা হয়।

 

তিনি আরোও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার মাদক কারবারি। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে রিলাক্স পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা ঢুকিয়ে তারা বেশ কিছু দিন ধরে কক্সবাজার থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করত। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 SOFT-MACK
Design & Developed BY SOFT-MACK