সোনারগাঁ জার্নাল
নারায়ণগঞ্জের সোনারগাঁবাসীর চলাচলের প্রধান সড়ক মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়ক। এ সড়কে দিন দিন ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ভারী যানবাহনের চলাচল বৃদ্ধির ফলে এ বেড়েছে যানজট। মাঝেমধ্যে যানজট এতোই ভয়াবহ আকার ধারণ করে যে, মোগরাপাড়া চৌরাস্তা থেকে উদ্ধবগঞ্জ পর্যন্ত ১০ মিনিটের পথ পাড়ি দিতে ৪০ মিনিট লেগে যায়।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে।
মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়কের পাশেই সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন, সোনারগাঁ থানা, সাব-রেজিস্টার অফিস, এনজিও প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, হাসপাতাল, খাদ্যগুদাম, মার্কেট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত। ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন। এছাড়া সোনারগাঁ জাদুঘর ও পানাম নগরে ঘুরতে আসা অধিকাংশ পর্যটকই এ সড়কটি ব্যবহার করে থাকেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী শত শত ভারী যানবাহন প্রতিনিয়ত উদ্ধবগঞ্জ-মোগরাপাড়া চৌরাস্তা সড়ক দিয়ে চলাচল করে। এর ফলে যানজট আরও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই লেনের এ সড়কটিতে বিভিন্ন শিল্পকারখানার ভারী যানবাহন চলাচলের ফলে অনেক জায়গায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার পাশে মালামাল লোড-আনলোডিং করার ফলে এ রোডে সবসময় যানজটের সৃষ্টি হচ্ছে।
আমজাদ নামের সোনারগাঁয়ের এক স্থানীয় বাসিন্দা জানান, কোনো রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকার কোনো হাসপাতালে নিতে হলে এ রোডটি ব্যবহার করতে হয়। কিন্তু যানজটের ফলে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় অনেক রোগীই মারা যায়। এছাড়া যানজটের ফলে জরুরি অনেক কাজে সময় মতো পৌঁছানো সম্ভব হয় না ।
আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী জানান, যানজটের ফলে আমাদের মালামাল বিভিন্ন জায়গায় আনা নেওয়া করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এ সড়কে যানজট এখন নিত্যদিনের ঘটনা। যানজট নিরসনে দ্রুত রাস্তা প্রশস্তকরণ ও যানবাহন সীমিত করাসহ কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করি।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. শাহানা ফেরদৌস জানান, মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়কটি প্রশস্তকরণের জন্য আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি। খুব শিগগিরই এই প্রজেক্টের কাজ শুরু হবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, আমরা নিজেরাও এটার ভুক্তভোগী। আমরা এরই মধ্যে এটি নিয়ে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই যানজট সমস্যাটির সমাধান হবে।
Leave a Reply