সোনারগাঁয়ে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাংচুর ও ২শতাধিক ফলজ গাছ কর্তন

সোনারগাঁয়ে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাংচুর ও ২শতাধিক ফলজ গাছ কর্তন

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রæতার জের ধরে সন্ত্রাসীরা প্রবীন সাংবাদিক মো: জাকির হোসেন ঝন্টু’র বসত বাড়ীতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করেছে। এসময় তাকে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দেয়া হয়েছে। শুত্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের মৈলকারটেক গনকবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় সাংবাদিক জাকির হোসেন ঝন্টু বাদী হয়ে একই এলাকার মৃত নুরুল আমিনের ছেলে সন্ত্রাসী ইসরাফিল, ইউসুব, সেরাজলের ছেলে আবু তালেব, আবু সিদ্দিক ও রকমতের ছেলে হোসেনসহ ১২ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করছেন।

 

সাংবাদিক জাকির হোসেন ঝন্টু জানান, শুক্রবার সকাল ৯টার দিকে একই গ্রামের সন্ত্রাসী ইসরাফিল, ইউসুব, আবু তালেব, আবু সিদ্দিক ও হোসেনসহ ১১-১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হাতে রামদা, লোহার রড, শাবল, চাইনিজ কুড়াল ও দেশীয় বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে তার বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় ঘরবাড়ি ভাংচুর ও ২শতাধিক বিভিন্ন ফলজ ও কাঠ গাছ কেঁটে ফেলে সন্ত্রাসীরা।

 

পরে তার স্ত্রী সন্ত্রাসীদের বাঁধা দিতে গেলে তারা পরনের কাপড় ধরে টানা হেঁচড়া করে ও তার গলায় পরিহিত আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় সাংবাদিক মো. জাকির হোসেন ঝন্টুকে হত্যা করতে তারা খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু সাংবাদিক মো. জাকির হোসেন ঝন্টু বাড়িতে না থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

এব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, সন্ত্রাসীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন? কেউ আইনের উর্ধ্বে না, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 SOFT-MACK
Design & Developed BY SOFT-MACK