সোনারগাঁয়ে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সোনারগাঁ জার্নাল

সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী, বিজ্ঞান কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজয়ফুল প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা অটোরিয়াম রুমে প্রতিযোগিতায় অংশ নেয়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম।

 

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ (সোনারগাঁ)-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল ওমর, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 SOFT-MACK
Design & Developed BY SOFT-MACK