সোনারগাঁ জার্নাল
সোনারগাঁ পৌরসভার দরপত এলাকায় বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিপক্ষ ব্যক্তিরা জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ ও চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১২ ডিসেম্বর সোমবার পৌরসভার ১নং ওয়ার্ড দরপত পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভূক্তভোগী নারী হোসনে আরা সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১২ ডিসেম্বর সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ড দরপত পশ্চিমপাড়া এলাকার মোঃ আজগর আলীর স্ত্রী হোসনে আরা নামের এক অসহায় নারীর বসত বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেছে প্রতিপক্ষ মৃত শাহাবুদ্দিন কালাইয়ের ছেলে কবির গংরা।
ঘটনাটি এলাকার সাবেক কমিশনার ও গন্যমান্য ব্যক্তিদের নিকট সুষ্ঠু বিচার চাইলে পরে তারা মীমাংসা করলেও অভিযুক্ত কবির গংরা ওই নারীকে অসহায় পেয়ে জোর করে বাড়ির সীমানা প্রাচীর তৈরি করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে বের হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
অপরদিকে অভিযুক্ত কবির গংরা স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিচারকদেরদেরও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
অসহায় নারী হোসনে আরা এ অবস্থায় কোনো বিচার না পেয়ে সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: রেজওয়ান-উল-ইসলাম জানান, অসহায় নারী হোসনে আরার বাড়ির রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর তৈরী করে চলাচলের পথ বন্ধ করার বিষয়ে একটি লিখিত অভিয়োগ পেয়েছি। সহকারি প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি। তিনি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিলে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply