সোনারগাঁয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁ জার্নাল

সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার সড়ক ও জনপথের (সওজ) জায়গায় ও ফুটওভার ব্রিজের দু’পাশে বাস ষ্ট্যান্ড এলাকায় অবৈধ ভাবে দখল করে গড়ে উঠা প্রায় ৫’শতাধিক স্থাপনাগুলোতে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

 

(২৮ ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের(সওজ)জায়গায় ও ফুটওভার ব্রিজের দু’পাশে বাসষ্ট্যান্ড এলাকায় অবৈধ ভাবে দখল করে গড়ে উঠা স্থাপনাগুলোতে উচ্ছেদ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান উল-ইসলাম জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথের(সওজ)জায়গায় অবৈধ ভাবে দখল উচ্ছেদ ঠেকাতে কারও প্রভাবই খাটবে না। আমরা আগে কয়েকবার দোকান মালিকদের নোটিশ দিয়েছি দোকান যেনো তারা সরিয়ে নেয়। অতঃপর আমরা আজকে এ উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেছি। এগোলে রোডস এন্ড হাইওয়ের সম্পত্তি। এখানে কোন অবৈধ দোকানদারিত্ব চলবে না। আমরা এখানে যানজট নিরসনের জন্য থ্রি হুইলার রাখার ব্যবস্থা করে দিব। যাতে করে কোন থ্রি হুইলার রোডের উপর যাত্রী উঠানামা না করে। এ উচ্ছেদ অভিযান সোনারগাঁবাসির জন্য স্বস্তি বয়ে আনবে, রোড থাকবে যানজট মুক্ত।

 

উপজেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকব। অভিযানটি বিকেল পর্যন্ত ১৫০টিরও বেশি অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ভেঙ্গে দেয়। এর আগে উপজেলা প্রশাসন কাঁচপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তার পাশের প্রায় ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। ভবিষ্যতেও তারা যেনো মহাসড়কে বসতে না পারে সেজন্য পদক্ষেপ নেয়া হবে।

 

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারি প্রকৌশলী একেএম মনির হোসেনের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান-উল-ইসলাম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইব্রাহিম ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগের ভিটিকান্দির উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এসআই) মো: ইমরান হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

 

এব্যাপারে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতা ও স্থানীয় কতিপয় সাংবাদিক মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে ফলের দোকান, টংঘর ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসনের এ উচ্ছেদ অভিযান এভাবে রীতিমত অব্যাহত থাকলে নিত্যদিনের এমন যানজট থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে মনে করি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 SOFT-MACK
Design & Developed BY SOFT-MACK