সোনারগাঁ জার্নাল
সোনারগাঁ উপজেলার পৌরসভার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন।
আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: পনির মোল্লার সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক সাবিনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খোকন মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আহাম্মদ মোল্লা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
Leave a Reply