সোনারগাঁ জার্নাল
সোনারগাঁও প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ সম্পাদক মাহবুবুল ইসলাম সুমনের দাদি আঞ্জুমান আরা বেগম (১০০) বুধবার রাত সোয়া দশটায় তার নিজ বাড়ি জৈনপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ আছর জৈনপুর বালুর মাঠে অনুষ্ঠিত হবে।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ ক্লাবের সকল সদস্য, সাংবাদিক কল্যাণ সম্পাদক মাহবুবুল ইসলাম সুমনের দাদি আঞ্জুমান আরা বেগম এর মৃ্ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদা জ্ঞাপন করছেন।
Leave a Reply