সোনারগাঁ জার্নাল
নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৩নং সদস্য, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল। তিনি একজন শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যাক্তিত্ব। তিনি পৌরসভার ক্রীড়া প্রেমিকদের ফুলবল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা সুন্দর ও আরামদায়ক পরিবেশে উপভোগ করার জন্য সোনারগাঁয় অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছেন।
উল্লেখ্য যে, গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ফাইনাল পর্যন্ত চলবে। ক্রীড়া প্রেমিকদের খেলা উপভোগ করার জন্য প্রথম দিন তিনি দুই ডেক কিচুরির আয়োজন করেছিলেন। বাকি খেলাগুলো উপভোগ করার জন্য আপামার জনসাধানরদের আমন্ত্রন জানিয়েছেন এ ক্রীড়া ব্যক্তিত্ব। ১৩ডিসেম্বর রাত একটায় আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া এবং ১৪ ডিসেম্বর রাত একটায় মরোক্কো বনাম ফ্রান্স। সবাইকে শান্তিপূর্ণ ভাবে বড় পর্দায় খেলা উপভোগ করার আহবান জানান তিনি।
বাঙালি খুব আবেগপ্রবণ জাতি। যারা মায়ের ভাষার জন্য জীবন দিতে পারে অকারতে। খেলাধূলাও এ জাতির স্বভাবজাত প্রভৃত্তি। শৈশব থেকে দেখে আসছি বাংলাদশের ফুলবল খেলায় আবহানী ও মোহামেডান নিয়ে মাতামাতি। ক্রিকেটে ভারত পাকিস্তান। আর্ন্তজাাতিক ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা। কোন কারণ ছাড়াই এ দু’দলের খেলা নিয়ে আবেগ অনুভুতি প্রকাশ করে নানা ভাবে। পরিবার-পরিজন, পাড়া-মহলায়, হাট-বাজারে, চায়ের দোকানে, কলকারখানায়, রাস্তা-ঘাটসহ সবখানে শুধু ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আলোচনা সমালোচনা করতে দেখা যায়। কিছু ব্যতিক্রমও আছে। তবে বাঙালি জাতির মতো এতো ক্রীড়া পাগল জাতি কমই আছে। যারা এ ফুটবল খেলা উপভোগ করার জন্য লাখ লাখ টাকা খরব করে। পতাকা, পোশাক, খাবারের আয়োজন। বতর্মানে ভারত ক্রিকেট দল বাংলাদেশে অবস্থান করছে।
মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টিডিয়ামে বাংলাদেশ দুটি ম্যাচে ভারত দলকে হারিয়ে এক দিনের আর্ন্তাজাতিক শিরোপা বিজয়ী হয়। বিজয়ের মাসে আমাদের জন্য মনে হয় আরেকটি বিজয়ের পালক যোগ হল।
Leave a Reply