সোনারগাঁ আওয়ামীলীগের কার্যলয় ভাংচুরে দলীয় নিন্দা ও প্রতিবাদ

সোনারগাঁ আওয়ামীলীগের কার্যলয় ভাংচুরে দলীয় নিন্দা ও প্রতিবাদ

সোনারাগাঁ জার্নাল

সোনারগাঁ উপজেলা পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়াডে (গত ১৬ নভেম্বর) বুধবার সন্ধ্যায় আওয়ামীলীগের কার্যালয়ের চেয়ার, টেবিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা ভাংচুর করে।

এঘটনায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-কাযসার ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আওয়ামীলীগ কার্যালয়ের আসবাবপত্র ও জাতির জনকের এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিবাদ পত্রে এধরনের ঔদত্যপূর্ণ সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের খুজে বের করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান।

বিবৃতিতে তারা বলেন, উক্ত ব্যক্তিগন কোনও প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যকলাপ যেন ভবিষ্যতে করতে না পারে তার জন্য দলীয় সমর্থক ও নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 SOFT-MACK
Design & Developed BY SOFT-MACK