সোনারগাঁ জার্নাল
সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জের সোনারগাঁ কাঁচপুর এলাকায় গোল্ডেন প্লাসকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পন্যের গায়ে মূল্য তালিকা না দেয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৪০ হাজার জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স আল্লাহ ভরসা ব্রেড এন্ড বিস্কুুট কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পণ্যের গায়ে মুল্য তালিকা না দেয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Leave a Reply