সোনারগাঁ জার্নাল
সোনারগাঁয়ের প্রখ্যাত লেখক ও সাংবাদিক বাবুল মোশাররফ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৫ নভেম্বর এই দিনে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। প্রয়াত বাবুল মোশাররফ ১৯৯১ সালে সোনারগাঁওয়ে প্রতিষ্ঠা করেন সোনারগাঁও সাহিত্য নিকেতন নামে একটি শিল্প ও সাহিত্য সংগঠন।
এছাড়া ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। পরবর্তীতে পাঁচবার এ ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরে সোনারগাঁওয়ে অনেক লেখক ও সাংবাদিক তৈরি হয়েছে। আজ তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখছেন।
সাংবাদিক ও লেখক বাবুল মোশাররফের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন। এছাড়া সোনারগাঁও প্রেস ক্লাব, সোনারগাঁও সাহিত্য নিকেতন ও সাময়িকী চারদিক পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
Leave a Reply