সোনারগাঁ জার্নাল
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদ্রাসায় দুই দিন ব্যাপি ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৪/২৫ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার মাদ্রাসা মাঠ পাঙ্গনে এ মহা সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রথম দিন প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মনোয়ার হোসেন। দ্বিতীয় দিনের প্রধান বক্তা ছিলেন মুফতী মুস্তাকুন্নবী কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুল মাহমুদ ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদ্রাসার সভাপতি।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদুল্লাহ জানান, মাদ্রাসায় ৪৫০জন শিক্ষার্থী পড়ালেখা করেন। ৩০জন শিক্ষার্থী সমপূর্ণ ফ্রি পড়ানো হয়। ১৫০জন শিক্ষার্থীদের বীনা পয়সায় খাওয়ানো হয়। ২৫জন শিক্ষক অত্র মাদ্রাসায় শিক্ষা দিয়ে থাকেন। প্রতি বছর মাদ্রাসা বোর্ডে এ মাদ্রাসার একাধিক শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়।
Leave a Reply