সোনারগাঁ জার্নাল:
৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সেরা সমবায় সমিতি পদক পেয়েছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের দোকান মালিক সমিতি।
দিবসটি উপলক্ষে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সীসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
দিবসটি উপলক্ষে একটি র্যালী ও পতাকা উদ্ধোলন করা হয়। সোনারগাঁ উপজেলার শতাধিক সমবায় সমিতি থেকে চারটি সমবায় সমিতিকে সেরা সমিতি ঘোষনা করা হয়। এর মধ্যে তিনজন সমবায় সমিতিকে সেরা ঘোষনা করে পুরস্কার প্রদান করা হয়।
সোনারগাঁ কারুপল্লী ও কারুশিল্প দোকান মালিক সমিতির সভাপতি কন্ঠ ওও কারুশিল্পী এম হালিম পুরস্কার গ্রহন করেন।
Leave a Reply