সোনারগাঁ জার্নাল
সোনারগাঁয়ে দৈনিক ডেল্টা টাইমস এর ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১অক্টোবর শনিবার সকাল ১১টায় সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজার সংলগ্ম সোনারগাঁ প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কেটে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পত্রিকার ৪র্থ বছরে পদার্পণে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হলে প্রশিক্ষণের বিকল্প নাই। এ জন্য সকলের প্রতি আহবান থাকবে যথাযথ ভাবে সাংবাদিকতা শিখে তারপর কাজ করতে হবে।
আমরা এই পত্রিকার সার্বিক উন্নতি কামনা করছি এবং সত্য ও ন্যায়ের পথ ধরে চলতে পারেন সেই কামনা করছি এবং সবাইকে সঠিক ও মানসম্পন্ন সংবাদ পরিবেশন করার জন্য সকলে অভিমত প্রকাশ করেছেন।
দৈনিক ডেল্টা টাইমসের সোনারগাঁ প্রতিনিধি মোঃ গিয়াস কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক আহবায়ক মাসুদ শায়ান, সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আক্তার হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, নির্বাহী সদস্য মোঃ মনির হোসেন, সদস্য আনিসুর রহমান, মোঃ কাজী সেলিম রেজা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ জনতা ব্যাংক এর এরিয়া ম্যানেজার মোঃ লিটন মিয়া, দৈনিক ডেল্টা টাইমস, আড়াই হাজার প্রতিনিধি মোঃ সফর আলী, সাংবাদিক ভিপি পারভেজ, মোঃ মোক্তার হোসেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রাসেল, মোঃ আক্তার হোসেন, মোঃ আবেদ হোসেন, মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
Leave a Reply