সোনারগাঁ জার্নালঃ
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তিনি মঙ্গলবার থেকে এ দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া পারিবারিক কারণে আমেরিকায় চলে যাওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এ দায়িত্ব পান।
এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া বলেন, পারিবারিক কারণে কিছু দিনের জন্য আমি আমেরিকায় যাচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে সহ-সভাপতি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি দায়িত্ব পালন করবেন এটা একটা সাংগঠনিক পদ্ধতি।
Leave a Reply