সোনারগাঁ জার্নালঃ
নারায়ণগঞ্জের-৪ আসনের সাংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেন, এখানে যারা আজ উপস্থিত আছেন প্রত্যেকেই পরিক্ষিত রাজপথ থেকে উঠে আসা নেতা কর্মী। বহুবার জেল জুলুমের স্বীকার হয়েছি। ২০২১ সালে আহত হয়েছিলাম। নিজের কথা চিন্তা করি নাই। চাষাড়ায় ২০০১ সালে বোমা হামলা হয়েছিল ২০জন নেতাকর্মী শহিদ হয়। আমি শেখ হাসিনার কর্মি। বিএনপি জামাত সুশীলদের ব্যাপারে পরিস্কার করতে হবে। দেশে কারা কয়বার গ্রেফতার হয়েছেন। জেগেছে নারায়ণগঞ্জ জেগেছে বাংলাদেশ।
এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের সামনে প্রচন্ড আঘাত আসবে, বিএনপি জামাত আরেকটি পঁচাত্তর ঘটাতে চেষ্টা করছে। নারায়ণগঞ্জে খেলতে চান আসেন আমি চেলেঞ্জ করেছিলাম। বাংলাদেশকে বাঁচাতে খেলতে হবে। বাংলাদেশকে বাঁচাতে চাইলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনার ভয় নাই।
শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে শেখ রাসেল স্টেডিয়ামে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি-জামায়াত যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে রাজপথে থেকে আমরা তা মোকাবেলা করব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা সহযোগিতা করব।
সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য অ্যাড. মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, সংসদ সদস্য শামীম ওসমান, সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, সংসদ সদস্য সানজীদা খাতুন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াকে সভাপতি, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ণ পরিষদের চেয়ানম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি করে কমিটির নাম ঘোষণা করা হয়।
Leave a Reply