সোনারগাঁ জার্নালঃ
সোনারগাঁয়ের ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত বাড়িমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের আবর্জনা পরিস্কার করা হয়েছে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাও সচল করা হয়েছে। ফলে স্বস্থি প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সামনের আবর্জনা পরিস্কার করা হয়েছে। সোনারগাঁ উপজেলা পরিষদের পক্ষ থেকে স্কুলের সামনের ময়লা আবর্জনা পরিস্কার করাসহ এখানকার ড্রেনেজ ব্যবস্থা সচল করতে স্থানীয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে তিন লক্ষ আশি হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ময়লা আবর্জনা ফেলে ভাগাড়ে পরিনত করা হয়েছিল। ফলে আবর্জনার দুর্গন্ধে নাক চেপে ময়লা-আবর্জনার ওপর দিয়েই শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করতে হয়েছে।
শতবর্ষী এ বিদ্যালয়ের সামনের পুরো অংশ জুড়ে আবর্জনার স্তুপ থাকায় দিনদিন এখানে ভর্তির হারও কমে যাচ্ছিল।
বিদ্যালয়ের আশপাশের রেস্টুরেন্ট ও দোকানপাটের ময়লা-আবর্জনা বিদ্যালয়ের দেয়ালঘেঁষে ফেলার কারণে এটি ময়লার ভাগাড়ে পরিনত হয়।
বিদ্যালয়ের অভিভাবকরা জানান, দীর্ঘদিন পর হলেও প্রশাসন বিদ্যালয়ের সামনের আবর্জনা পরিস্কার করা হয়েছে এজন্য আমরা খুশি। বর্তমানে বিদ্যালয়ের সামনের পরিবেশ আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে।
এ পরিচ্ছন্নতা যাতে বজায় থাকে প্রশাসনের পক্ষ থেকে এটি মনিটরিং করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস শামসুন্নাহার বলেন, স্কুলের সামনের এ ময়লা আবর্জনা নিয়ে আমরা বেশ অস্বস্থিতে ছিলাম। এটি পরিস্কার করায় বর্তমানে সবাই খুশি।
স্থানীয় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, এ বিদ্যালয়ের সামনের পরিবেশ সুন্দর রাখার জন্য বিদ্যালয়ের সামনের পরিচ্ছন্নতাসহ ড্রেনেজ ব্যবস্থা সচল করা হয়েছে।
এখন ড্রেনের উপর কিছু স্থানে স্লাব বসানো বাকি আছে। সেগুলোও কয়েকদিনের মধ্যে সম্পন্ন করা হবে।
Leave a Reply