সোনারগাঁ জার্নালঃ
সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগষ্ট সোমবার সোনারগাঁ উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সাংসদ লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া।
আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) সাবরিনা হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, বারদী ইউনিয়নের চেয়ারম্যান ও আহবায়ক কমিটির সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাসহ সোনারগাঁ উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply