সোনারগাঁ জার্নাল :
সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। সোমবার সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সংগঠণ ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেন। অপর দিকে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ এর উদ্যোগে পৃথক ভাবে শোক দিবসের কর্মসূচী পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদলসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে সোনারগাঁ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম-আহবায়ক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা দীপক কুমার বণিক দিপু, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কালাম, আবু জাফর চৌধুরী বিরু।
সাবেক ছাত্রলীগ নেতা শাহ মোহাম্মদ সোহাগ রনি, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা আহসান হাবিব টিপু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর ভূঁইয়া প্রমুখ।
Leave a Reply