সোনারগাঁ জার্নালঃ
সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু ও তার মায়ের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার সকালে পশ্চিম হাবিবপুর গ্রামে তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করে। এসময় মাসুদ রানা বাবু ও তার মাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাসুদ রানার বড় ভাই মোঃ সানাউল্লাহ রনি বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার কোরবানপূর গ্রামের মাহফুজের সঙ্গে পশ্চিম হাবিবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাবুর সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জের ধরে শনিবার সকালে বাবুর বাড়িতে অতর্কিত হামলা চালায় মাহফুজের লোকজন।
এসময় ওই বাড়ির দুটি ঘরের দরজা জানালা ভাংচুর করে বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। এতে বাধা দেওয়ায় সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু ও তার মা সানোয়ারা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হামলা ভাংচুরের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply