সোনারগাঁ জার্নাল
আগামী ৩রা সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করার দিনক্ষণ ঠিক করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি। বুধবার সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আহবায়ক কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া যুগ্ন-আহবায়ক ও সাবেক এমপি কায়সার হাসনাত ও যুগ্ন-আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত জানান আহবায়ক কমিটি।
তারা জানান, আগামী ৩রা সেপ্টেম্বর রোজ শনিবার সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে বিশাল জনসভার মাধ্যমে উপজেলা আহবায়ক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানাগেছে, ২০১৯ সালে ১৫ জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল।
কমিটিতে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া আহবায়ক ও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে যুগ্ম আহবায়ক করা হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী ও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খান আবুকে নতুন কমিটিতে সদস্য করা হয়েছে।
২০২১ সালের ২৩ মার্চ।পূর্বে ঘোষণা করা আহ্বায়ক কমিটিকে পূর্ণ বিন্যাস করে এ কমিটিতে অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ্ আল কায়সার এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই ও সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল। সোমবার এ আহ্বায়ক কমিটি গঠণ করা হয়।
Leave a Reply