সোনারগাঁ জার্নালঃ
সোনারগাঁয়ে মুক্তিপণের টাকাসহ অপহৃত ব্যবসায়ী ইসমাইলকে উদ্ধার করেছে র্যাব-১১। গ্রেফতার করেছে ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী চক্রের দুই সদস্য জামান ও সাদেকুর রহমানকে।
বুধবার বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামান উপজেলা সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের মোঃ কাদিরের ছেলে এবং অপর আসামী সাদেকুর একই এলাকার আঃ আলীর ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া ব্যবসায়ীর স্ত্রী আসমা আক্তারের বরাত দিয়ে র্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, বুধবার দুপুরে গরু বিক্রয়ের কথা বলে ব্যবসায়ী ইসমাইলকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর মধ্যপাড়া এলাকায় ডেকে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে অপহরণ চক্রের সদস্যরা। পরে ব্যবসায়ী ইসমাইলের নগ্ন ভিডিও ধারন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়াসহ হত্যার হুমকি দিয়ে ব্যবসায়ীর পরিবারের সদস্যদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
আসমা আক্তার তার স্বামীকে উদ্ধারের জন্য দাবীকৃত মুক্তিপণের মধ্যে ১ লাখ ৯৯ হাজার টাকা পরিশোধ করে। পরে র্যাব ১১ এর কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেল ৬টায় র্যাব-১১ এর সদস্যরা কাঁচপুর ইউনিয়নের সোনাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণের টাকাসহ অপহৃত ব্যবসায়ী ইসমাইলকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে। গ্রেফতার করে অপহরণকারী চক্রের সদস্য জামান ও সাদেকুর রহমানকে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply