সোনারগাঁ জার্নালঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল এগারোটায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা মিলানায়তনে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ইব্রাহীম মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সরকারি কর্মকর্তাগণ।
সোনারগাঁ উপজেলায় সফল মৎস্য চাষী হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন শ্রী অমলেশ চন্দ্র, জাকির সরকার ও আতিকুল হক শিকদার। এর আগে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
Leave a Reply